Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০১৮

কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা


প্রকাশন তারিখ : 2018-06-26

 

কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষ, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকায় ২৫ জুন ২০১৮ সোমবার সকাল ০৯.৩০ টায় কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে ‘কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ উইং) জনাব সৈয়দ আহম্মদ, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ অমিতাভ দাস, মহাপরিচালক (ভারপ্রাপ্ত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, উপস্থিত ছিলেন জনাব দীপক কুমার সরকার, উপপ্রধান, পরিকল্পনা- ২ অধিশাখা, কৃষি মন্ত্রণালয় এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. নুরুল ইসলাম, কৃষি  তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা।


অনুষ্ঠানে শুরুতে ‘কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ’ শীর্ষক উপস্থাপনা করেন কৃষিবিদ ড. মো. সাইফুল ইসলাম, প্রকল্প পরিচালক, কৃষি  তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা। উপস্থাপনায় তিনি প্রকল্প সম্পর্কে বিস্তারিত চিত্র তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা আশা ব্যক্ত করেন।


প্রধান অতিথি জনাব সৈয়দ আহম্মদ বলেন, কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণকর্মী ও কৃষক সবার সম্মিলিত প্রয়াসে মানসম্মত ফসল উৎপাদন করার পাশাপাশি মানসম্মত তথ্য সেবা প্রদান করা প্রয়োজন। তিনি আরও বলেন প্রকল্পে যেসব যন্ত্রপাতি অনুমোদন করা হয়েছে কৃষি তথ্য সার্ভিসের  মানসম্মত তথ্য সেবা প্রদান করার জন্য সেগুলো খুবই উপযোগী। যন্ত্রপাতি গুলো যথাযথ ব্যবহার করা, প্রয়োজনে ব্যবহারের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এবং মোবাইল অ্যাপস গুলো সহজে ব্যবহারযোগ্য তৈরির পরামর্শ দেন।


কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উই্ংয়ের পরিচালক, অতিরিক্ত পরিচালক, ঢাকা অঞ্চলের ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক, অতিরিক্ত উপপরিচালক (শস্য), ঢাকা মেট্রো কৃষি কর্মকর্তাবৃন্দ।